হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, জিনজিয়াং প্রদেশে লাখ লাখ উইঘুর মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করছে চীন। এনিয়ে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস (ডব্লিউইউসি) উইঘুর গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) কাছে আহ্বান জানিয়েছে।
ডব্লিউইউসি এক খোলা চিঠিতে শনিবার বলেছে, আমরা উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা ও নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের সরকারগুলো যেন জোরালো পদক্ষেপ নেয় তার আহ্বান জানাচ্ছি।
চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে লাখ লাখ উইঘুর, কাজাখ এবং অন্যান্য মুসলিম জাতিদের নির্বিচারে আটক করে পশ্চিম তুর্কিস্তানে বন্দিশালায় আটকে রেখেছে চীন। যেখানে বন্দিদের ওপর চালান হচ্ছে নির্যাতন, করা হচ্ছে ধর্ষণ, বাধ্য করা হচ্ছে নানা কাজ করতে।
ডব্লিউইউসি আরো বলেছে, মুসলিমদের ধর্মীয় সাধারন রীতি যেমন কোরআনশরীফ পাঠ, নামাজ পড়া, দাড়ি রাখা এমনকি পর্দা পরার জন্য উইঘুর মুসলিমদের বন্দিশালায় আটক রাখা হয়েছে।
এছাড়া হাজারো মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান কবরস্থান এবং মুসলিমদের অন্যান্য ধর্মীয় সাইট ধ্বংস বা ক্ষতিগ্রস্থ করা হয়েছে।